Category

Cart

laobaan logo

Orders

Chat

About Us

Updated on 4th July, 2024

সফলতার চূড়ান্ত ডেস্টিনেশনে আপনাকে স্বাগতম । চায়না এবং ইন্ডিয়া থেকে পণ্য আমদানিতে সকল প্রকার সোর্সিং এবং শিপিং সেবা দিতে Laobaan Bangladesh Ltd. আছে আপনার পাশে “খরচ কম, লাভ বেশি” উক্তিতে আমরা সাজিয়েছি সকল সেবা।

সোর্সিং সেবাঃ

চায়না এবং ইন্ডিয়া এই দুই দেশের সকল প্রকার সোর্সিং এবং শিপিং সেবা আমরা প্রদান করে থাকি। laobaan.com ওয়েবসাইটে আছে চায়নার এবং ইন্ডিয়ার প্রায় ১৮ লক্ষ সাপ্লায়ারের ৪০ কোটি ক্যটাগরির পণ্য। এছাড়াও চায়নাতে প্রায় ২ হাজার ফ্যক্টরি আমাদের সাথে সরাসরি যুক্ত আছে । ইতোমধ্যে Laobaan Bangladesh Ltd. চায়না মার্কেট এর একটি হাব হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশে অবস্থানরত প্রায় শতাধিক কোম্পানির কান্ট্রি ডিরেক্টর Laobaan Bangladesh Ltd. এর সাথে সমন্বয় করে বাংলাদেশের বিভিন্ন পাইকারি বাজারে সাপ্লায় দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছেন। এছাড়াও আপনাদের বাছায় করা সাপ্লায়ার থাকলে তাদের সাথে যোগাযোগ করে নিরাপদ পেমেন্ট এর ব্যবস্থা করা সহ সকল ধরনের সেবা প্রাদানের মাধ্যমে আপনাকে একজন সফল উদ্যোক্তা করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।

শিপিং সেবাঃ

চায়না এবং ইন্ডিয়া থেকে আমরা সকল ধরনের শিপিং সেবা প্রাদান করে থাকি। গ্রাহকদের অধিক লাভবান করতে আমাদের আছে

* বাই এয়ার শিপিং

* বাই সী শিপিং

* এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস সহ সকল ধরনের শিপিং সার্ভিস।

আপনার পণ্য সোর্সিং করে চায়না ওয়ারহাউসে পোঁছানোর পর থেকে ০৮/১২ দিন by air -এ এবং ৩০/৪০ দিন by SEA তে বাংলাদেশে পৌঁছাবে। LC এবং customs সংক্রান্ত সমস্ত ঝামেলা সামলানোর দায়িত্ব আমাদের । শিপিং চার্জ পণ্য হাতে পাবার পরে প্রযোজ্য । আপনাদের সুবিধার জন্য রয়েছে আমাদের রয়েছে অভিজ্ঞ ডেডিকেটেড কাস্টমার সার্ভিস টিম। প্রতিটি গ্রাহকের জন্য প্রয়োজন অনুশারে আলাদা আলাদা অপারেশন টিম গঠন । মূলত আপনাকে ঝামেলা মুক্ত পণ্য সোর্সিং এবং শিপিং সেবা প্রদানে আমরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ।

এখন সিদ্ধান্ত আপনার গদবাধা নিয়মে সোর্সিং এবং শিপিং করে সারাজিবন স্ট্রাগল করবেন নাকি এক্সপার্টদের মাধ্যমে সোর্সিং এবং শিপিং করে ব্যবসায় গ্রোথ বাড়াবেন